স্মারক নং: টিবি/১৯০৩২০২১১.০০৮
এতদ্বারা টাইমস বাংলাদেশের সকল প্রতিনিধিদের জানানো যাচ্ছে যে, আগামী ৩০ মার্চ ২০২১ ইং তারিখের মধ্যে আপনারা টাইমস বাংলাদেশের অফিসের নির্দিষ্ট ফাইলে সাংবাদিকতা হিসেবে তালিকাভুক্ত হবেন।
এছাড়া যারা টাইমস ফাইলে নিবন্ধন করবেন তারা টাইমস বাংলাদেশ থেকে প্রদেয় সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। এর জন্য নোটিশ প্রকাশ হওয়ার ১০ দিনের মধ্যে অফিসে সকলকে পদের নাম, নিজের নাম , পিতার নাম,/অবিভাবকের নাম, জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম, ফোন নাম্বার ইত্যাদি বাংলাতে লিখে আমাদের পত্রিকার অটো মেসেন্জার, টাইমস বাংলাদেশের যেকোনো গ্রুপ, টাইমস পরিবার/ইমেইল বা ০১৬১১৬৬৪৩৪৮/০১৭১৭৭০২০০১ নাম্বারে কল বা মেসেজ করে দেওয়ার জন্য বলা হলো। উল্লেখিত তারিখের মধ্যে কোনো প্রতিনিধি তার তথ্য টাইমস বাংলাদেশে না দিতে পারলে ১০০ টাকা জরিমানা দিয়ে যেকোনো সময়ে তথ্য দিয়ে টাইমস তালিকায় নিবন্ধন করতে পারবেন।
আরো বলা হচ্ছে যে টাইমস বাংলাদেশে কেউ তথ্য চুরি করে বা কোনো তথ্য/অনুমতি না নিয়ে অন্য পত্রিকা থেকে কপি করে সংবাদ/ফটো দিলে পত্রিকা থেকে বহিষ্কার করা হবে। তবে তথ্য ও নিজস্ব সাংবাদিকদের দলগঠন, প্রেস ক্লাব থেকে একই সংবাদ দিলে প্রকাশ করা হবে।
টাইমস বাংলাদেশ গুগল এডসেন্স নিতিমালা ও বাংলাদেশ সরকারের অনলাইন নিতিমালা মেনে সংবাদ প্রকাশ করে , তাই টাইমস মিডিয়া সেন্টার কখনো কপি সংবাদ প্রকাশ করেনা।
টাইমস বাংলাদেশের জুন-জুলাই কার্যক্রম
জুন-জুলাইয় 2021 আমাদের টাইমস বাংলাদেশ থেকে ম্যাগাজিন বের হবে। থাকবে বাংলাদেশের সুনামধন্য সাংবাদিক, লেখক, মুক্তিযোদ্ধা, প্রশাসন, গিতিকার, কবি, জাতীয় ক্রিকেটার, জাতীয় গায়ক, নায়ক, বিশিষ্ট সমাজসেবক, এমপি, মন্ত্রীসহ আরো অনেকের শুভেচ্ছাবাণীসহ সকল ধরনের লেখা।
আপনাদের করনীয়
সকল প্রতিনিধিদের জানানো যাচ্ছে যে আপনার এলাকার কোনো সুনামধন্য সাংবাদিক, লেখক, মুক্তিযোদ্ধা, প্রশাসন, গিতিকার, কবি, জাতীয় ক্রিকেটার, জাতীয় গায়ক, নায়ক, বিশিষ্ট সমাজসেবক, এমপি, মন্ত্রীসহ আরো অনেকের শুভেচ্ছাবাণীসহ সকল ধরনের লেখা সংগ্রহ করবেন। টাইমস পরিবার থেকে কুরিয়ার করে সকলকে ইনভাইট কার্ড দেওয়া হবে। সকলের কাছে কিভাবে সহজে পৌছে দিবেন, এ বিষয়ে টাইমস গ্রুপে আলোচনা করা হবে।
সকল প্রতিনিধিদের ম্যাগাজিনে ছবিসহ সহ পরিচয় থাকবে। এছাড়া বর্ষসেরা সাংবাদিকদের সংবাদ তুলে ধরা হবে। এবং টাইমস বাংলাদেশ থেকে ২০ জন সাংবাদিক কে নিয়োগপত্র ও সনদপত্র দেওয়া হবে।
কিভাবে বিজ্ঞাপন সংগ্রহ করবেন এ বিষয়ে আগামী 30 মার্চ গ্রুপে ক্লাস করা হবে। সকলকে ক্লাসে থাকার জন্য বলা হলো।
উপজেলা প্রতিনিধিদের নিজ ইউনিয়নে নিয়োগ দেওয়ার জন্য বলা হলো। এর জন্য সম্পাদকের সহযোগিতা নেওয়ার জন্য বলা হলো।
যারা স্টাফ বা জেলা প্রতিনিধি আছেন, দয়া করে আপনারা নিজ দায়িত্বে নিজের জেলা/উপজেলা / ইউনিয়নগুলোতে নিয়োগ দেওয়ার চেষ্টা করবেন।
আমরা অতিশীগ্রই ভিডিও সংবাদ তৈরী করবো। এর জন্য সকলের সহযোগিতা কামনা করছি। এবং সকলকে ভিডিও সংবাদ তৈরীর বিনামুল্যে প্রশিক্ষন দিবে টাইমস মিডিয়া সেন্টার। সহজেই মোবাইল দিয়ে ভালো মানের ভিডিও সংবাদ তৈরী করতে পারবেন।
আদেশক্রমে,
টাইমস মিডিয়া সেন্টার(টিএমসি)
হটলাইন. 01611664348
Discussion about this post