তপন দাস,নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা উপজেলায় করোনা প্রতিরোধে , ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জলঢাকা উপজেলা প্রশাষন।
আজ ১ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে জলঢাকা উপজেলার পৌর শহরের জিরোপয়েনট ও জলঢাকা পেট্রোল পাম্প এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময় ৩০ জন মাস্রবিহীন ব্যক্তিকে ৫ হাজার ৮ শত ৫০ টাকা জরিমানা করা হয়। ও ১০ টি মামলা করা হয়। এই ভ্রাম্যমান টি পরিচালনা করেন এস্কিকিউটিভ ম্যাজিসট্রেট ও সহকারী কমিশনার ( ভুমি) জনাব৷ সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভুঁইয়া।
এসময় তিনি বলেন সরকারের দেয়া ১৮ দফা নিরদেশনা সঠিক ভাবে পালনের জন্য আমরা আরো কঠোর হব এবং প্রতিনিয়ত আমরা এই অভিযান চালিয়ে যাব
Discussion about this post