তপন দাস,নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভুয়া সচিবকে গ্রেপ্তার করেছে নীলফামারী সদর থানা পুলিশ।
আজ বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজ উদ্দিন ( ৪৫) নামে এই ভুয়া সচিবকে নীলফামারী সদরের সংগলশী ইউনিয়নের বোচাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে নীলফামারী সদর থানা পুলিশের একটি বিশেষ টিম।
প্রতারক ভুয়া যুগ্ম সচিব সিরাজ উদ্দিন রংপুর জেলার কাউনিয়া উপজেলার মীরবাগ মহেশ গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে।
এবিষয়ে নীলফামারী সদর থানার এসআই পরিতোষ চন্দ্র বর্মনের সাথে কথা হলে তিনি বলেন এই প্রতারক প্রধানমন্ত্রীর কার্যালয়ের গোলাম মোস্তাফিজুর রহমানের নামে একজন যুগ্ম সচিবের পরিচয় দিয়ে নীলফামারীর উত্তরা ইপিজেড এ চাকরি দেয়ার নামে মানুষের কাছে টাকা হাতিয়ে নিতেন, এবং সম্প্রতি উত্তরা ইপিজেডের দেশবন্ধু গ্রুপের শিল্পকারখানায় ফোন করে চাপ সৃষ্টি করে আসছিল। এবং কোম্পানি টি লোক লাগিয়ে এই ভুয়া সচিবকে চিহ্নিত করে এবং নীলফামারী সদর থানায় একটি মামলা করেন ।
আর সেই মামলা দায়ের করার সাথে সাথেই নীলফামারী অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) এ,এস,এম মুক্তারুজ্জামানের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেপ্তার করে।
এবিষয়ে নীলফামারী পুলিশ সুপার জনাব মোখলেছুর রহমান ( বিপিএম, পিপিএম) এর সাথে কথা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন প্রতারক সিরাজ উদ্দিন কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আজকেই তাকে আদালতে প্রেরন করা হবে।
Discussion about this post