পটুয়াখালী জেলা প্রতিনিধি
নাঈম ইসলাম কাউসার।
পটুয়াখালী জেলার রাংগাবালী উপজেলার রাংগাবালী সদর ইউনিয়নের পুলঘাট থেকে রাজারবাজার পর্যন্ত ইটের সড়কটি এখন মৃত্যুর ফাদে পরিনত হয়েছে।
প্রায় তিনবছর যাবৎ এই ইটের সড়কটি পরিত্যাক্ত অবস্থায় রয়েছে।সড়কটিতে এখন যানবাহন চলাচল করতে কষ্ট হয়।সড়কের বিভিন্ন জায়গায় রাস্তার ইট সরে গিয়ে রাস্তাটি এখন খালে পরিনত হয়েছে।রাস্তায় এ পর্যন্ত গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছে প্রায় (৫০)পঞ্চাশ জন।যা এখন মানুষের চলাচলে ভোগান্তি সৃষ্টি করেছে
স্থানীয় এলাকাবাসী আঃজব্বার(৬৫) আমাদের কে জানান রাস্তাটি এখন আমাদের এলাকাবাসীর জন্য যাতায়াতের ভোগান্তিতে পরিনত হয়েছে।তিনি বলেন রাস্তার পাশে মাটি না থাকায় ইটগুলো রাস্তার পাশে সরে গিয়ে রাস্তার ভিতরে এখন খাল হয়ে গেছে যা মানুষের ও যানবাহন চলাচল করতে কষ্ট হয়।তিনি বলেন আমারও এলাকাবাসী সকলের সরকারের কাছে আবেদন। আমাদের এই সড়কটি দ্রুত যেন পাকা সড়ক হয় ও মানুষের ভোগান্তি কমায়।
Discussion about this post