নিজস্ব প্রতিবেদকঃ
সুদানের দারফুর প্রদেশে ৪ এপ্রিল বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে মুজিব বর্ষের লগো সম্বলিত পাচ শতাধিক শিক্ষা উপকরণ ও কোভিড নিয়ন্ত্রনের নানা সামগ্রী আল কিডা মডেল বয়েজ স্কুলে প্রদান করা হয়। এই প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যানএফপিইউ কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম, বিশেষ অতিথি ছিলেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাই ইবনে কালাম। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ব্যানএফপিইউ উদ্যোগে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে শতাধিক শিক্ষা উপকরণ স্কুলের শিক্ষার্থীদের জন্য প্রদান করা হয়। প্রদান অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান শিক্ষক শিক্ষা উপকরণসহ নানা সামগ্রী প্রদানের জন্য বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ প্রদান করেন।
তিনি বলেন এই উপকরণ গুলো শিক্ষার্থীদের খুবই প্রয়োজন ছিল, এর মাধ্যমে সুদান ও বাংলাদেশের মধ্যে ভাতৃত্ববোধ বৃদ্ধি করবে। ব্যানএফপিইউ কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম মহান মুক্তিযুদ্ধে ও বাংলাদেশ সৃষ্টিতে জাতির পিতার অবদানের কথাকে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন মুজিব বর্ষে এটি বাংলাদেশ পুলিশের সুদানের মাটিতে সর্বশেষ ডোনেশন প্রোগ্রাম এবং বাংলাদেশ জাতির পিতার ১০১ তম জন্ম বার্ষিকীতে তা দিতে পেরে ব্যানএফপিইউ গর্বিত। তিনি আরো বলেন এর আগেও বাংলাদেশ পুলিশ এখানকার স্কুলগুলোতে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে যা অতীতে কোন দেশের প্রতিনিধি দারফুরের প্রদান করেন নি। স্কুলের ইংরেজি শিক্ষক আহমেদ সালাবি বলেন বাংলাদেশ পুলিশের একটি ইউনিট শান্তিরক্ষা মিশনে এসে শান্তিরক্ষা প্রতিষ্ঠার কাজের পাশা-পাশি বিদ্যালয় গুলোতে শিক্ষার্থীদের জন্য শিক্ষা সামগ্রী ও মাস্ক, হেন্ড স্যানিটাইজার প্রদানের দিনটি মাইলফলক হিসাবে সুদানের ইতিহাসে থাকবে বলে উল্লেখ করেন। ব্যানএফপিইউ লজিস্টিক অফিসার আরাফাতুল ইসলাম সূচনা বক্তব্যে বলেন আমরা মিশন এরিয়াতে ইতিমধ্যে দারফুরের নিয়ালা বিশ্ববিদ্যালয় ও এল ফাশের বিশ্ববিদ্যালয়সহ গস আর্মি ও গস পুলিশকে জাতির পিতাকে পরিচিতি করার উদ্দেশ্যে শতাধিক বই প্রদান করি এবং ৪টি স্কুলে মুজিব বর্ষ উপলক্ষ্যে নানা ধরণের শিক্ষা উপকরণ প্রদান করি।
এম আই জাহিদ বলেন বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট সুদানের যুদ্ধ বিধস্ত প্রদেশ দারফুরে আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করেছে। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক ও ছাত্ররা উপস্থিত ছিল। শেষে ছাত্রদের কর্তৃক মনোজ্ঞ ড্রিল প্রদর্শিত হয়।
নিউজ পাবলিস্ট, রেজাউল ইসলাম 01746310848
Discussion about this post