সাংবাদিক নিয়োগ চলছে
“টাইমস বাংলাদেশ”
24*7ঘন্টার বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজের জন্য জন্য বাংলাদেশের প্রত্যেকটি জেলা ও উপজেলায় পর্যায়ে সংবাদ প্রতিনিধি আবশ্যক।
এছাড়া সকল বিভাগে বিভাগীয় ব্যুরো চিপ, ফটো সাংবাদিক, স্টাফ রিপোর্টার স্পোর্টস রিপোর্টার আবশ্যক। আগ্রহীদের টাইমস বাংলাদেশে কাজ করার জন্য cv@times-bangladesh.com এই ইমেইলে বায়োডাটা পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
আমাদের times-bangladesh.com টিম ২৪ ঘন্টার মধ্যে আপনার সাথে যোগাযোগ করবে।
উল্লেখ্য যে, টাইমস বাংলাদেশ পত্রিকায় চুড়ান্ত নিয়োগকারীদের ১ মাসের মধ্যেই বিনামুল্যে আইডি কার্ড,সংবাদ প্রশিক্ষন গাইড,প্যাড, প্রদান করবে।এবং ভালো র্যাংকিং সংবাদ শেয়ারে যারা মুখ্য ভূমিকা রাখবেন তাদের জন্য সম্মান প্রদান করা হবে।
নতুনদের অগ্রাধীকার দেওয়া হবে এবং নতুন সাংবাদিকতায় সব ধরনের সহযোগিতা করা হবে। জেলা এবং উপজেলা সাংবাদিকদের শিক্ষা এবং বয়স শিথিলযোগ্য।
বিভাগীয় ব্যূরো এবং স্টাফ রিপোর্টারঃস্নাতক/ডিগ্রী পাশ হতে হবে। এবং ১ বছরের অনলাইন পত্রিকা সম্পর্কে ধারনা থাকতে হবে।
নিয়মাবলিঃ
১.অবশ্যই ফেসবুক আইডি থাকতে হবে, এবং আপনার প্রকাশকৃত সংবাদ সোসাল মিডিয়াতে শেয়ার করতে হবে।
সপ্তাহে ১টি সংবাদসহ মাসে ১০টি সংবাদ দেওয়ার মনমানসিকতা থাকতে হবে।
২.কোনো কপি সংবাদ বা ডাউনলোড করা ছবি দেওয়া যাবেনা। নিজের টাইপকৃত সংবাদ পাঠাতে হবে। প্রয়োজনে আমাদের পাবলিশার দ্বারা সংবাদ সাজিয়ে প্রকাশ করা হবে।
৩.একাধিক অনলাইনে কাজ করা যাবেনা। এর জন্য আমরা আপনাকে সবধরনের সুযোগ-সুবিধা করে দিবো।
৪,নিজস্ব এলাকায় পাঠক ফোরাম গঠন করতে হবে।পাঠক ফোরামের সদস্যদের নাম ঠিকানা, সাইটে থাকবে। উল্লেখ যে প্রতি বছরে পাঠক ফোরাম সদস্যদের টি-শার্ট প্রদান করা হবে।
৫.টাইমস বাংলাদেশের সকল নিয়ম নিতিমালা মেনেই কাজ করতে হবে।
৬.বছরে অন্ততপক্ষে ১টি বিজ্ঞাপন দিতে হবে।বিজ্ঞাপনের ৫০%আপনি পাবেন।
৭.প্রতি মাসে আপনার দায়িত্বরত জেলা/উপজেলার বিশেষ এবং গুরুত্বপূর্ণ সমাজসেবক,রাজনৈতিক ব্যক্তিদের ১টি সাক্ষাতকার নিতে হবে।
৮.প্রতি মাসে আপনার দায়িত্বরত জেলা/উপজেলার স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয় গুলোতে বিভিন্ন কুইজ প্রতিযোগিতা দিতে হবে, এর জন্য আমরা সহযোগিতা করবো।
৯.টাইমস বাংলাদেশের কোনো প্রতিনিধি বেআইনিমূলক,অসামাজিক, কাজ করলে তার কার্ড বাতিল করা হবে। এবং পত্রিকা থেকে বহিস্কার করা হবে।
১০.সময়ের সংবাদ সময়ের মধ্যেই দিতে হবে, সবার আগে আপনার সংবাদ প্রকাশ হবে এমন মনমানসিকতা নিয়ে টাইমস বাংলাদেশ পত্রিকায় কাজ করতে হবে।
উপরোল্লিখিত নিয়মগুলো মেনে কাজ করতে চাইলে আমরা আপনাকে আমাদের www.times-bangladesh.com এর প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত করবো। আমাদের হটলাইন 01611664348
সাংবাদিকতায় ইনকাম করতে চান, ক্লিক করে জানুন
Discussion about this post