টাইমস বাংলাদেশ: ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পোরজনা গুচ্ছগ্রামের ১৪ বছর বয়সী এক ৪র্থ শ্রেণির ছাত্রীকে ১ মাস ধরে পালাক্রমে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনার সঙ্গে জড়িত একই গ্রামের ইউসুফ আলী (১৮) কে বুধবার দুপুরে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। সে ওই গ্রামের আলহাজ আলীর ছেলে ও পেশায় ভ্যান চালক।
তবে ঘটনার সঙ্গে জড়িত একই গ্রামের মিন্টু প্রামাণিকের ছেলে জীবন (১৭) ও মানিক হোসেনের ছেলে ফয়সাল (১৭) কে পুলিশ গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে নির্যাতিতা মেয়েটির মা জানান, গত ১ মাস আগে স্কুলে যাওয়ার সময় ইউসুফ, জীবন ও ফয়সাল মেয়েটিকে রাস্তা থেকে জোরপূর্বক ধরে নিয়ে ফয়সালের নির্জন বাড়ির একটি ঘরে ৩ জন মিলে গণধর্ষণ করে। এ সময় ইউসুফের মোবাইল ফোনে ফয়সাল এ ধর্ষণের চিত্র ভিডিও ধারণ করে।
সরেজমিনে জানা যায় ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এ ৩ জন ১ মাস ধরে প্রতিদিন রাতে মেয়েটিকে জোরপূর্বক ডেকে নিয়ে তারা পালাক্রমে ধর্ষণ করে।
মঙ্গলবার রাত ৯ টার দিকে তারা মেয়েটিকে ধর্ষণের উদ্দেশ্যে আবারও জোরপূর্বক টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ইউসুফকে হাতেনাতে আটক করে। লোকজনের উপস্থিতি টের পেয়ে ফয়সাল ও জীবন দৌড়ে পালিয়ে যায়।
এ বিষয়ে শাহজাদপুর থানার এসআই আবুল হোসেন ও এসআই মেহেদি হাসান বলেন, বিষয়টির তদন্ত চলছে। এ ছাড়া অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে এ ধর্ষণের ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও স্কুলের শিক্ষার্থীরা ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেছে।
সুত্র:দেশরুপান্তর
Discussion about this post